Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

 

             

 

অসহায় গ্রামের দিনমজুর মানুষ দুবেলা ভাতের যোগার করতেই হিমশিম খেতে হয় ।তারপর রয়েছে শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান মৌলিক বিষয়কগুলি সামলাতেহয়ে যায় ঋণগ্রস্থ । দেশের জেলা ও উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্স । কিন্তুমানুষের চাহিদার তুলনায় সেগুলো অপ্রতুল্য নয় ।  তাই, দেশের শহরে বাগ্রামের গড়ে উঠেছে দেশি ও বিদেশী অর্থায়নে গড়ে উঠেছে বিভিন্ন ধরণেরস্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান । সরকারিভাবে পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠানেরমাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহেরব্যবস্থা গ্রহন করেছেন ।  আরো সুবিধা দেওয়া জন্য কয়েকটি গ্রাম নিয়ে গড়েতুলেছে কমিউনিটি ক্লিনিক । এই সব প্রতিষ্ঠান সাধারণ মানুষকে স্বাস্থ্যসচেতন থাকার জন্য বিভিন্ন সময় সেমিনার করে অসহায়, গরীব, দুস্থ ও অশিক্ষিতমানুষদের পরামর্শ প্রদান করেন । এছাড়াও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানেরমাধ্যমে দেশের আনাচে কানাচে গড়ে তুলেছে বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সেবাকেন্দ্র । এই সব  কেন্দ্রে বিনামূল্যে বা কিছু অর্থ নিয়ে প্রতিনিয়তইস্বাস্থ্য সেবা, চিকিৎসা ও স্বাস্থ্য সচেতন করে আসছে । সরকারি বা বেসকারিপ্রতিষ্ঠানগুলি সর্বদা প্রচারের মাধ্যমেও মানুষকে সর্বদা সচেতন করে আসছে ।এত সচেতন করা সত্ত্বেও অনেকে অবহেলার কারণে অকালে মৃতু হচ্ছে অনেক শিশু ও মা ।